Header Ads

Header ADS

রেলওয়ে'র সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষা ২০১৬ এর প্রশ্নপত্র (সমাধানসহ)



রেলওয়ে'র সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষা ২০১৬ এর প্রশ্নপত্র দেখুন (সমাধান নিচে দেয়া হলো)-


সমাধান দেখুন

১। ‘বন্ধন ‘ শব্দের অক্ষর বিন্যাস ?(৩৬বিসিএস প্রিলি)
- ব+ন্+ধ+ন

২। অনমনীয় কোন সমাস বদ্ধ পদ
- নঞ তত্পুরুষ

৩। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ( ৩৬বিসিএস প্রিলি)
- উত্কষ

৪। তোহফা গ্রন্থটি কে রচনা করেন ?
- আলাওল 

৫। গরমিল শব্দের ‘গর ‘ কোন উপসর্গ 
- বিদেশী উপসর্গ(আরবি)

৬। আচিকামান্দি কি? 
- পাহাড়ি মানুষ

৭। তাম্বুল রাতুল হইল অধর পরশে বাক্যটি অর্থ কি?(৩৫প্রিলি)
- ঠোটের পরশে পান লাল হইল 

৮। অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯। টি , টা, খানা, খানি কোন বচনে ব্যবহৃত হয় 
- একবচনে

১০। আনারস কোন ভাষার শব্দ
- পর্তুগিজ

১১। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ ,এর গ, সা.গু ১৩ , সংখ্যা দুটির ল, সা ,গু কত? (৩৬বিসিএস প্রিলিতেও এসেছে)
-২৬০

১২। একটি সংখ্যার তিন গুণের সাথে ‍দ্বিগুণ যোগ করলে ৯০ হয় সংখ্যাটি কত?
- ১৮

১৩। ১০,২২,৪৬,৯৪ -------?
--১৯০

১৪। ১.১, ০.০১, ০.০ ০১১ এর সমষ্টি কত?
- ১.১১১১

১৫। একটি ঘড়ি ১০%ক্ষতিতে বিক্রয় হইল । বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত । ঘড়িটির ক্রয় মূল্য কত?
--

১৬। রুট ৬০ +রুট ১৫ -রুট১৩৫
= ০ (শূন্য)

১৭। x^2+Y^2 +3 =0 কিসের সমীকরণ 
-=বৃত্ত

১৮। log3(81)
=4

19. (a-b)/ab+(b-c)/bc+(c-a)/ca
= 0

20. {(2^-1+5^-1)}^-1 
=10/7

21. বৃত্তের ব্যাস চারগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?
- ১৬

২২. একটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭ । তাদের অনুপাত কত?
-= ৪:৯

২৩. ১৪সে,মি বৃত্তের ব্যাসাধ্যের বৃত্তের পরিধি কত?
- ৮৭.৯৬ সে.মি

২৪। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয় ?
- ব্যাস 

২৫। আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
- ম্যাক্স প্লাঙ্ক

২৬। টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
- মাইক্রোওয়েব 

২৭। হীরা আধারে চকচক করে কেন?
- হীরা সংকট কোন বেশি বলে / 

২৮। কলের পানি সাধারণত কোন উপাদান বেশি থাকে
-আয়রণ (লৌহ)

২৯। মূল নাই কোন উদ্ভিদে 
- শৈবাল 

৩০। কোন প্রক্রিয়ায় ভূ-পৃষ্ট উত্তপ্ত হয় ?
- সূর্যের আলোর বিকিরণের কারনে 

৩১। টেলেমি কে 
- জ্যোতির্বিদ 

৩২। আলো যে সাতটি বণের সমষ্টি তা কে প্রমাণ করেছেন 
- নিউটন 

৩৩। অপটিক্যাল ফাইবার ক্যাবল এ তথ্য আদান প্রদানের মাধ্যমের নাম কি
--আলোক তরঙ্গ

৩৪। তড়িত প্রবাহরে এককের নাম কি?
- এ্যাপ্মিয়ার

৩৫। সবুজ পত্র পত্রিকা কবে প্রকাশ হয় (৩৬বিসিএস প্রিলি)
- ১৯১৪।
Powered by Blogger.