Header Ads

Header ADS

২০১৬ সালের পদক- পুরষ্কার

স্বাধীনতা পুরস্কার -২০১৬

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০১৬ দেয়া হবে।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে

  • অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, 
  • বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক,
  • মাতৃভাষার ক্ষেত্রে মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সালাম, 
  • বিজ্ঞান-প্রযুক্তিতে মরহুম অধ্যাপক ড. মাকসুদুল আলম,
  • চিকিৎসাবিদ্যায় ডা. এম আর খান,
  • সংস্কৃতি ক্ষেত্রে শিল্পী ও গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা রয়েছেন।
  • আর প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নৌবাহনী। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলস দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীকে ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে সরকার।


একুশে পদক ২০১৬


বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবার ১৬ জন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৬ সালের একুশে পদক দিয়েছে সরকার। পদকপ্রাপ্তরা হলেন— 
  • ভাষা আন্দোলন : অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাইদ হায়দার,  সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর), ড. জসীম উদ্দিন আহমেদ। 
  • শিল্পকলা : অভিনেত্রী জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতগুরু পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতশিল্পী শাহীন সামাদ, নৃত্যশিল্পী আমানুল হক, চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন (মরণোত্তর)। 
  • মুক্তিযুদ্ধে : মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। 
  • সাংবাদিকতা : দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান। 
  • গবেষণা : অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ও মংছেনচিং মংছিন। 
  • ভাষা ও সাহিত্য : জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী। 
Powered by Blogger.