Header Ads

Header ADS

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার গণিত সমাধান (ব্যাখ্যাসহ)

30-40 মিনিট সময় দিয়ে (সম্ভব হলে খাতা কলম নিয়ে) নিচের প্রশ্নগুলোর ব্যাখ্যাসহ সমাধান পড়ুন। আশা করি নতুন অনেক আইডিয়া পাবেন।


শুধু কাটমার্কস হিসেব করার জন্য প্রশ্নের উত্তর না মিলিয়ে ব্যাখ্যা গুলো ভালোভাবে পড়ুন এবং বুঝুন, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাতে নতুন কিছু শেখার আছে এবং সমাধান শেষে যে পরামর্শ দেয়া আছে তা ফলো করার চেষ্টা করুন, যাতে পরে অন্য কোন পরীক্ষায় একই ভুল বার বার না হয়।
গতকালকের বাংলাদেশ ব্যাংক  এর এডি প্রশ্নে কিছু অংক 5 থেকে 20 সেকেন্ডে করা সম্ভব ছিল....যেমন:

‪‎Q:1 => A person has to cover a distance of 6 km in 45 minutes. If he covers one half of the distance in twothirds of the total time, to cover the remaining distance in the remaining time, his speed in kmph must be: ?
a.6 b.8 c.12 d.15 ans: c
‪‎ব্যাখ্যা :
45 মিনিটে যেতে হবে 6 কিমি এখন অর্ধেক রাস্তা অর্থাৎ 3 কিমি যেতে সময় লেগেছে দুই তৃতীয়াংশ (অর্থাৎ 45মি এর তিনভাগের দু ভাগ) =30 মিনিট তাহলে বাকি 45-30 = 15মি যেতে হবে 3 কিমি সুতরাং গতিবেগ (60মি) হবে চারগুন বেশি সময়ে 4 গুন বেশি পথ 3*4 = 12 কিমি। উত্তর: 12 (মুখে মুখে করা যেত)

Q:2=> One pipe can fill a tank three times as fast as another pipe. If together the two pipes can fill the tank in 36 minutes, then the slower pipe alone will be able to fill the tank in:
a.81 b.108 c.144 d.192 ans: c
ব্যাখ্যা :
একটি পাইপকে অন্যটির থেকে তিনগুন সময় লাগে। আবার দুটোকে একসাথে 36 মি লাগে। তাহলে সুত্রানুযায়ী = 3x * x / 3x+x = 36 then 3x/4 = 36 SO x = 48 তাই ‍3X= 144 Ans: 144

Q:3=> The ratio of two numbers is 3 : 4, and their HCF is 4. Their LCM is: a.12 b.16 c.24 d.48 ans: d
ব্যাখ্যা:
দুটি সংখ্যার অনুপাত গসাগু দেয়া থাকলে .সা.গু বের করার জন্য সবগুলো গুণ করতে হয় তাই উত্তর; 3*4*4= 48

Q:4 => If the selling price of an article is 4/3 of its cost price, the profit in the transaction is:
a.16 2/3% b.20 1/2% c.25 1/2% d.33 1/3% ans: d
ব্যাখ্যা :
এই অংকটিই সবথেকে সহজ: 2 সেকেন্ডে ভগ্নাংশ 4/3 এর আগের কথা অনুযায়ী 3টার আর্টিকেল 4টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ হবে এখন 3টাকায় 1 টাকা লাভ হলে লাভের হার হবে 33.33% ( 3 ভাগের 1 ভাগ = 33.33%)

Q:5=> Tk 800 becomes Tk 956 in 3 years at a certain rate of simple interest. If the rate of interest is increased by 4%, what amount will Tk 800 become in 3 years?
a.1020.80 b.1025 c.1052 d.none of these
ব্যাখ্যা :
সুদের হার আগে কত ছিল তা না দেখে শুধু 4% করে বাড়ায় 800 টাকায় বাড়বে 8*4 = 32 এবং 3 বছরে 3*32 = 96 আগের সুদাসল 956 বাড়ার পর সুদাসল 956+96 = 1052

Q:6=> If m and n are whole numbers such that m স্কয়ার n = 121, then the value of (m-1) পাওয়ার n+1is:
a.1 b.10 c.121 d.1000 ans: d
ব্যাখ্যা :
121 দেখলে যে কারো মাথায় আসার কথা 11 এর উপর 2 (স্কয়ার) দিলে 121 হয় তাহলে m =11 এবং n = 2 তারপর উত্তর বের করতে হবে (m-1) পাওয়ার n+1 অর্থাৎ 10 এর উপর পাওয়ার 3 যার উত্তর: 1000

Q:7=> The age of A and B are in the ratio 3 : 1. Fifteen years hence, the ratio will be 2 : 1. Their present ages are:
a.30 & 10 b.45 & 15 c. 21 & 7 d.60 & 20 ans: b
ব্যাখ্যা সহ সমাধান:
যারা এই প্রশ্ন গুলো x ধরে করবেন তাদের তো 2 মিনিট লাগবেই।
‪‎এভাবে ভাবলে কেমন হয়??
প্রথমে 3 ভাগের 1 ভাগ ছিল, 15 বছর পর 2ভাগের 1 ভাগ হয়ে যাবে অপশন থেকে খুব দ্রুত 45 এবং 15 = 3:1 আবার 15 বছর পর 45+15 = 60 এবং 15+15 = 30 অর্থৎ 60:30 = 2:1 উত্তর: 45 15

Q:8=> A person's present age is two-fifth of the age of his mother. After 8 years, he will be one half of the age of his mother. How old is the mother at present?
a.32 b. 36 c.40 d.48
উত্তর: c.40
ব্যাখ্যা:
এখানে একামাত্র 40 কে 5 দিয়ে ভাগ করা যায়। তাই উত্তর: 40 কারণ প্রথমে মানুষটির বয়স তারে মায়ের বয়সের 5 ভাগরে 2 ভাগ ছিল। অর্থাৎ মায়ের বয়সটিকে 5 ভাগ করা যাবে।
‪‎প্রমাণ:
বর্তমানে মায়ের বয়স 40 হলে পুত্রের বয়স 40এর 5 ভাগের দু ভাগ 16 এবং 8 বছর পর মায়ের বয়স হবে 40+8 = 48 এবং পুত্রের বয়স হবে 16+8 = 24 দেখাই যাচ্ছে মায়ের বয়সের অর্ধেক হল পুত্রের বয়স।

Q:9 => 15 men take 21 days of 8 hours each to do a piece of work. How many days of 6 hours each would 21 women take if 3 women do as much as 2 men?
a. 18 b. 20 c.25 d.30 উত্তর: d.30
‪‎পরীক্ষার হলে গিয়ে ধরনের প্রশ্ন যারা প্রথমবার দেখবেন তারা তো 3 মিনিটেও উল্টাপাল্টা করবেন?? অথবা প্রশ্ন দেখেই ছেড়ে দিয়ে আসবেন।
BUT এভাবে ভাবুন তাহলে কত সহজে হবে।
‪‎প্রশ্নের শেষের লেজটা নিয়ে আগে ভাবুন:
3
মহিলা = 2 জন পুরুষ হলে 21 জন মহিলা = 14পুরুষ (3 ভাগের দুভাগ) কারণ প্রথমে ক্লুতে পুরুষ দেয়া আছে।
‪‎এখন সাধারণ অংকের মত ভাবেন:
15 জনে 8ঘন্টা করলে 21 দিন লাগলে 1জন 1 ঘন্টা করলে = 21*15*8 ( কম লোকে বেশি দিন আবার কম ঘন্টা কাজ করলে আরো বেশি দিন লাগবে তাই দুটোই গুণ।
তারপর 14 জন 6 ঘন্টা করে করলে = 21*15*8 / 14*6 ( আগের লাইনে দুটোই কমার কারণে গুণ হলে এবার বারার কারণে ভাগ হবে) উত্তর: 30 দিন।
(
আগে থেকেই কয়েকটা বুঝে করে গেলে শুধু উপরে নিচে সংখ্যা লিখে গুণ ভাগ করলেই হবে)

Q:10= > Two numbers are such that the ratio between them is 4 : 7. If each is increased by 4, the ratio becomes 3 : 5. The larger number is: a.36 b.48 c.56 d.64 Ans: c 56
ব্যাখ্যা:
দুটি সংখ্যার বড় সংখ্যাটি প্রথমে কত ছিল তা বের করতে বলা হয়েছে অনুপাতে যার মান 7 এখন অপশনের মধ্যে শুধুমাত্র 56 কে 7 অংশে ভাগ করা যায়। তাই কোন ক্যালকুলেশন ছাড়াই উত্তর হবে 56

Q:11= The percentage increase in the area of a rectangle, if each of its sides is increased by 20%
a.40% b.42 % c.44% d.46%
উত্তর: c.44%
ব্যাখ্যা:
‪‎দুবার 20% করে বাড়লে মোটের উপর 44% বাড়ে। ব্যাখ্যা: বর্গের এক বাহু বাড়া অর্থই দৈর্ঘ্য প্রস্থ দুটিই বাড়া। এখন প্রথমবার 20% বাড়লে 100 থেকে 120 হয় আবার দ্বিতীয় বার এই 120 এর উপর 20% অর্থাৎ 120এর 20% = 24 বেড়ে 144 হয় তাই ,মোটের উপর 44% বাড়ে।

Q:12=>The average of five consecutive odd numbers is 61. What is the difference between the highest and the lowest numbers? a.2 b.5 c.8 d.none ans: c 8

 5
টি ধারাবাহিক বেজোড় সংখ্যা পাশাপাশি বসালে তাদের মাঝের গ্যাপ হবে 4টি যার প্রতিটির মান 2 তাহলে সবথেকে ছোটটির এবং সবথেকে বড়টির পার্থক্য হবে 4*2 = 8 ( কেউ যদি বেশি বুঝে 5*2 = 10 দেন তাহলে আমার দোষ নেই.....) আবার সিরিজ বের করে করলে 57-59-61-63-65 তাই 65-57 = 8
(আমার লেখা ধারাবাহিক সংখ্যার গড় করুন মুখে মুখে নোটটি দেখুন)

Q: 13=> Aunik, Kamal and Jamal invested Tk 8000, Tk 4000, and Tk 8000 respectively in abusiness. Aunik left after six months. If after eight months, there was a gain of Tk 4005, then what will be the share of Kamal?
a.890 b. 1335 c.1602 d.1780 ‍ উত্তর: a.890
Solution:
Ratio of Monthly investment in business = A : K : J = (8×6) : (4×8) : (8×8) = 3 : 2 : 4 total 3+2+4 = 9
Kamal's share of gain = 4005 ‍
এর 9 ভাগের 2 ভাগ = 890

Q: 14 = The smallest 6-digit number exactly divisible by 111 is: a.111111 b.110011 c.100011 d.110101 ans. 100011.
ব্যাখ্যা:
ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা 10,00,00 কে 111 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 100 অর্থাৎ 100 িএর সাথে আরো 11 থাকলে আবার 111 দিয়ে আরেকবার ভাগ করা যেত। তাই মোট সংখ্যাটিার সাথে 11 যোগ করে উত্তর হবে 100000+11 = 100011

Q:15= (2√27 - √75 + √12) is equal to: a.√3 b.2√3 c.3√3 d.4√3
Solution;
= 2×3√3 - 5√3 + 2√3 = 6√3 - 5√3 + 2√3 = 3√3. ans. (
প্রতিটিতে √3 রাখতে হবে উত্তরের অপশন দেখে)

Q:16=> What mathematical operation should come at the place of '?' in the equation 2 ? 6 - 12 ÷ 4 + 2 = 11.
a.+ b.- c.× d.÷
Solution:
=> 2 [?] 6 - 3 + 2 = 11 ; => 2 [?] 6 - 1 = 11
=> 2 [?] 6 = 12
We know, 2 × 6 = 12 So Ans: is × ( পঞ্চম শ্রেণীর সরলের মত, চিহ্ন না থাকা স্থানের কাজ সবার শেষে)

Q: 17=> How many seconds will a 500 meter long train take to cross a man walking with a speed of 3 kmph in the direction of the moving train if the speed of the train is 63 kmph?
a. 25 b. 30 c. 40 d. 45 ans: b 30
ব্যাখ্যা:
ট্রেনের গতি 63 কিমি এবং একই দিকে 3 কিমি বেগে চলমান মানুষকে অতিক্রম করার সময় তাদের আপেক্ষিক গতি হবে 63-3 = 60কিমি ( একই দিকে গেলে বিয়োগ করতে হয়।)
এখন 60কিমি কে মিটার/সে করতে হবে 5/18 দিয়ে গুণ করলে হবে 50/3 আবার 500 মিটার ট্রেন মানুষটিকে অতিক্রম করার সময় 500 মিটার গেলেই হবে তাই উত্তর: 500/ (50/3) = 30সে:
( আমি যে ট্রেনের পিডিএফ ফাইলটি দিয়েছিলাম তার শেষের দুটি ট্রেন একই দিকে গেলে পদ্ধতিটি দেখুন)

Q: 18 => A, B and C are sisters. D is the brother of E and E is the daughter of B. How is A related to D?
a.sister b. cousin c.Niece d. aunt ans:d
ব্যাখ্যা:
একই লাইনে A, B আর C কে লিখুন এরা মহিলা এবং পরস্পরের বোন। আবার D, হল E এর ভাই এবং E হল B এর কন্যা , তাহলে A, হল E এবং D উভয়েরই আন্টি বা খালা। (কারণ D E = ভাইবোন)

Q: 19 => In a class of 60, where girls are twice that of boys. Kamal ranked seventeenth from the top. If there are 9 girls ahead of Kamal, how many boys are after him in the rank?
a.3 b.7 c.12 d.23 ans.12.
প্রথমেই মেয়ে 40 এবং ছেলে 20, কামাল উপর থেকে 17 তম এবং সে ছেলে আর তার সামনে 9টি মেয়ে আছে তাহলে তার সামনে ছেলে আছে 16-9=7 জন (সে কিন্তু 17 তম এবং উপর থেকে অষ্টম ছেলে) সুতরাং তার পেছেনে ছেলে আছে 20-8 = 12 জন)

Q:20=> Choose the number pair/group which is different from others.
A. 63-77 ; B. 50-66 ; C. 32-48 ; D. 64-80 ans. A. 63-77.
ব্যাখ্যা:
অন্য সবগুলোর ব্যবধান 16 হলেও শুধু 63-77 এর ব্যবাধান 14

Q:21=> If A = 26, SUN = 27, then CAT = ? a. b. c. d. 57. ans.
সমাধান:
A = 26 (
ইংরেজী বর্ণমালা মোট 26 টি আছে যা বিপরীত ভাবে সাজালে হয় A = 26, B = 25 C = 24 ....... Y=2 & Z = 1 এখানে

Q:22=> Choose out the odd one: WHO, IMF, SAARC, UNICEF
a. b. c. d.
ব্যাখ্যা: SAARC শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে সীমাবদ্ধ কিন্তু অন্য তিনটি সারা পৃথিবীতে কাজ করে

Q:23=> Arrange the following in a logical order: Euphoria, Happiness, Ambivalence, Ecstasy,Pleasure a. b. c. d.
Solution:
Intensity of Joy in an increasing order : 3 2 5 1 4 .
অর্থাৎ সুখের বিভিন্ন ধাপ।

Q:24=> Cyclone is related to Anticyclone in the same way as Flood is related to: ? a. b. c. d.
Solution:
Cyclone and Anticyclone are reversely related. ans is Drought.
বিপরীতার্থক শব্দ। কিন্তু শব্দের অর্থ না জানলে পারা যাবে না।

Q:25=> How many sons does X have?
i. Q and U are brothers of T
ii. R is sister of P and U
iii. R and T are daughters of X ans:none
ব্যাখ্যা:
এখানে Q এবং U দুজনেই ছেলে আবার R এবং T দুজনেই মেয়ে। কিন্তু P ছেলে নাকি মেয়ে তা নিয়ে কিছু বলা না থাকায় যথেষ্ট তথ্য নেই

Q:26=> Root : Stem : Branch : ?
a. b. c. d.
Solution:
If you observe a tree, you will notice the mentioned parts in an order.
Root > Stem > Branch > Leaf. ans.
Much time is required: (নিচের অংকগুলোতে একটু বেশি সময় লাগবে)

Q:27=> If 25% of a number is subtracted from a second number, the second number reduces to its five-sixth. What is the ratio of the first number to the second number?
a.1:3 b. 2:3 c. 3:2 d.none ans. b 2 : 3.
ব্যাখ্যা:
একটি সংখ্যার 25% তাহলে ধরি প্রথম সংখ্যাটি 100 যার থেকে 25% হল 25 এই 25 অন্য একটি অজানা সংখ্যা থেকে বাদ দিলে সংখ্যাটি 5/6 হয়ে যায় অর্থাৎ 6 ভাগের 1 ভাগ কমে গেল তাহলে পূর্ণ সংখ্যাটি ছিল 6 গুণ বড় অর্থাৎ 25*6 = 150 এখন সংখ্যা দুটির অনুপাত হবে 100:150 বা 2:3

Q:28 => A is 30% more efficient that B. How much time will they, working together, take to complete a job which A alone could have done in 23 days? a.11 b. 13 c. 21 d.none ‍ উত্তর: b. 13
ব্যাখ্যা:
যদি A কে 10 দিন লাগে তাহলে B কে লাগবে 13 দিন। এখন A কে 23 দিন লাগলে B কে লাগবে 13*23/10 এখন সুত্র প্রয়োগ করলে উত্তর : 13 আসবে। ( বড় ভগ্নাংশ লেখার সমস্যা তাই এখানে লিখলাম না)

Q:29=> If A+B = 2C, and C+D = 2A, then a. b. c. d., ans. B+D = A+C.

Q:30=> What decimal of an hour is a second?
সমাধান

1 hour = 3600 second
1 second as a fraction of an hour = 1/3600 = 1/36 × 1/100 = 0.027' × 1/100 = 0.00027'. ans.


পরামর্শ:
সব সময় সাধারণ নিয়মে ফমার্লিটিস মেইনটেইন করে অথবা x ধরে অংক করা যাবে না। কারণ... এমসি কিউ পরীক্ষায় কেউ দেখবে না যে আপনি কিভাবে অংকটি সমাধান করেছেন!!! বরং সবথেকে কম সময়ে কিভাবে করা যায় তা শিখতে হবে।
কিছু অংক অপশন ধরে...কিছু অংক মাথা খাটিয়ে...কিছু অংক তাৎক্ষণিক বুদ্ধি খাঁিটিয়ে করুন।
যত ধরণের নিয়ম আছে সব ধরণের অংক করে ফেলতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে কোন অংক প্রথম দেখতে না হয়..তাহলে অংক বুঝতেই সময় শেষ. হয়ে যাবে........
যে কোন পরীক্ষা হয়ে গেলে তার প্রশ্ন গুলো্র শুধু সমাধান দেখলে কাটমার্কসের হিসেব করতে সুবিধা হবে কিন্তু পরবর্তীতে ভুল গুলো শোধরানোর জন্য কি ধরণের প্রশ্ন হলো কি কি শিখলেন??? আর কোথায় উন্নতি করা যায়? ..গণিতে কিভাবে গতি বাড়ানো যায় তা নিয়ে ভাববেন.....
প্রশ্ন ব্যাংক পড়ে গণিত না শিখে অধ্যায় বাই অধ্যায় বুঝে বুঝে করুন।
মনে রাখবেন...নির্দিষ্ট কিছু অধ্যায় + ব্যাসিক আলোচনা সহ পড়লে বার বার পরীক্ষা দিবেন বার বার ভালো করবেন। কারণ প্রতিটা পরীক্ষায় গণিত খুবই ভাইটাল পয়েন্ট
তাই আসুন জবের পরীক্ষার জন্য আওয়াজ তুলি...
গণিত শিখি একবার = সফল হই বার বার।

শুধু অংক পারলেই হবে না..বরং পরীক্ষার হলের মানিসিক চাপ নিয়ে কয়েক সেকেন্ডে অংক করার মানসিক মনবোল থাকতে হবে।
প্রতিটা পরীক্ষা দিয়ে এসে একই আফসোস, অংক করতে গিয়ে সময় শেষ!!!! ঘন্টায় ১০০ টা প্রশ্ন!!!
আচ্ছা আমরা তো আগে থেকেই জানি ঘন্টায় ১০০ টি প্রশ্নই আসবে!!! তাহলে!!!!!!

সব আফসোস কে গুডবাই জানাতে আজ থেকে শুরু করুন আপনার নতুন অভিযান,গণিতের জন্য আমি আছি আপনাদের পাশে....সবার জন্য শুভকামনা।

গণিত অংশের সমাধান দিয়েছেন :
খায়রুল আলম
লেখক, খায়রুলস বেসিক ম্যাথ



সমাধানটি পিডিএফ আকারে ডাউনলোড করুন


Powered by Blogger.