বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসেছে তিন ওয়েবসাইট থেকে
অবিশ্বাস্য হলেও সত্যি, গত ৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার নিয়োগ পরীক্ষার প্রশ্নের অধিকাংশই তিনটি ভারতীয় ওয়েবসাইটে হুবুহু পাওয়া গেছে।
এই ওয়েবসাইটগুলো মুলত এমসিকিউ প্রশ্নের মাধ্যমে তাদের ভিজিটরদের অ্যাপটিচ্যুড টেস্ট করে থাকে।
http://www.sawaal.com/
http://www.indiabix.com/aptitude/questions-and-answers/
http://mcqsets.com/
এই ওয়েবসাইটগুলো মুলত এমসিকিউ প্রশ্নের মাধ্যমে তাদের ভিজিটরদের অ্যাপটিচ্যুড টেস্ট করে থাকে।
প্রশ্ন উঠছে, বাংলাদেশ ব্যাংকের মত প্রতিষ্ঠানও কি কপি-পেস্ট প্রশ্ন করে? তাও আবার ভারতীয় ওয়েবসাইট থেকে?
ওয়েবসাইট গুলো নিচে দেওয়া হলো। নিয়মিত এই সাইটগুলো ভিজিট করলে সামনের পরীক্ষাগুলোতেও কমন পাওয়ার অনেক সম্ভাবনা আছে।
http://www.indiabix.com/aptitude/questions-and-answers/
http://mcqsets.com/