এটিইও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন সোমবার বিকাল ৪টায়
সহকারী থানা শিক্ষা অফিসার পদের গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ২ মে বিকাল ৪টায় শাহবাগ চত্ত্বরে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচী পালন করবেন পরীক্ষার্থীরা। সাধারণ ছাত্র ছাত্রীর ব্যানারে আন্দোলনকারীদের দাবি- 'মেধার মূল্যায়ন চাই, দুর্নীতিমুক্ত পিএসসি চাই'।
উল্লেখ্য গত শুক্রবার অনুষ্ঠিত এটিইও নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে। ৯০০/১০০০ প্রশ্নের একটি শিট থেকে পরীক্ষায় ১০০টি প্রশ্ন হুবহু কমন পড়ে। নিয়োগবিজ্ঞপ্তি ডটকমে শিট থেকে প্রশ্ন কমন পড়া নিয়ে সর্বপ্রথম শুক্রবার রাতেই সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। পুণরায় পরীক্ষা নিয়ে মেধাবী প্রার্থীদের চাকরির সুযোগ দেয়ার জন্যও দাবী করা হয়।