Header Ads

Header ADS

সাধারণ জ্ঞান : বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য

১। বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উঃ চার্লস উইলকিনস।
২। বাংলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি?
উঃ মোদের গরব।
৩। অপরাজেয় বাংলার স্থপতি কে?
উঃ সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
৪। অমর একুশে স্থাপত্য টি কোথায় অবস্থিত?
উঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়। 
৫। কুষ্টিয়া পুলিশ লাইন এ অবস্থিত স্থাপত্যটির নাম কি?
উঃ চেতনা-৭১
৬। জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে? 
উঃ সৈয়দ মইনুল হোসেন।
৭। টি.এস.সি ভবন এর স্থপতি কে?
উঃ কনষ্টানটাইন ডক্সািইড।
৮। বেগম রোকেয়া ভাস্কর্য কে নির্মান করেন?
উঃ হামিদুজ্জামান খান।জ
৯। বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি?
উঃ বরেন্দ্র জাদুঘর। 
১০। ভাওয়াইয়া কোন জেলার গান?
উঃ রংপুর।
১১। বিজয়-৭১ এর নির্মাতা কে?
উঃ খন্দকার বদরুল ইসলাম নানু।
১২। সাবাস বাংলাদেশ স্থাপত্যটি কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী বিশ্ববিদ্যলয়। 
১৩। মতিঝিল শাপলা চত্বরের স্থপতি কে?
উঃ আজিজুল জলিল পাশা।
১৪। রাশা কোন দুটি স্থাপত্য নির্মান করেন?
উঃ স্বাধীনতার ডাক ও হাস্যোজ্জল বঙ্গবন্ধু।
১৫। আহসান মঞ্জিল কে নির্মান করেন?
উঃ নবাব আব্দুল গনি।
১৬। পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
উঃ মহাস্থানগড় (বগুড়া)
১৭। উত্তরা গনভবন কোন জেলায় অবস্থিত?
উঃ নাটোর।
১৮। কুমিল্লার পূর্ব নাম কি ছিলো?
উঃ ত্রিপুরা।
১৯। মুজিব নগর স্মৃতিসৌধের স্তম্ভের সংখ্যা কত?
উঃ ২৩ টি।
২০। বাংলাদেশের চতুর্থ EPZ এর নাম কি?
উঃ ঈশ্বরদী।
২১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘর কত সালে ও কোথায় প্রতিষ্ঠাত হয়?
উঃ২০১০ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার।
২২। জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত?
উঃ ময়মনসিংহ। 
২৩। বাংলাদেশের একমাত্র বিজ্ঞান জাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ ঢাকা।
২৪। জাতীয় স্মৃতি সৌধের ফলক কতটি?
উঃ ৭ টি।
২৫। বাংলাদেশের বীরত্ব পুরস্কার কয়টি?
উঃ ৪ টি।
২৬। বাংলাদেশের রাষ্টীয় লোগোটির ডিজাইনার কে?
উঃ এ এন সাহা।
২৭। তিন নেতার মাজার কোথায় অবস্থিত?
উঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
২৮। ঢাকা জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ৭ আগস্ট ১৯১৩ সালে।
২৯। জয় বাংলা জয় তারুন্য কোথায় অবস্থিত?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩০। সংগ্রাম ভাস্কর্যটির স্থপতি কে?
উঃ জয়নুল আবেদীন।
৩১। পোস্টাল জাদুঘর কোথায়?
উঃ জিপিওতে।
৩২। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮১ সালে।
৩৩। মুক্ত বাংলা কোথায় নির্মিত হয়?
উঃ ইসলামি বিশ্ববিদ্যালয়।
৩৪। ঠাকুরদীঘি কোথায় অবস্থিত?
উঃ বাগের হাট।
৩৫। বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধবিহার কোনটি?
উঃ শালবন বিহার।
৩৬। পর্যটন কেন্দ্রে সাগরকন্যা কাকে বলে?
উঃ কুয়াকাটা কে।
৩৭। বাংলাদেশের চলচিত্রের জনক কে?
উঃ আব্দুল জব্বার খান।
৩৮। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সর্ব প্রথম কে করেন?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের প্রধান মাইকেল স্যাডলার।
৩৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৯২ সালে।
৪০। মুজিবনগর কত সালে প্রতিষ্ঠিত হয়??
উঃ ১০ এপ্রিল ১৯৭১ সালে।
Powered by Blogger.