শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ৩ হাজার ১৬৮ পদে চাকরির সুযোগ
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে আধুনিক এবং শক্তিশালী করতে প্রায় ৩ হাজার জনবল নিয়োগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।
নতুন সাংগঠনিক কাঠামোতে জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তাসহ অর্থনৈতিক স্বার্থ রক্ষায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে ৩ হাজার ১৬৮ জনবল নেয়া হবে। সাংগঠনিক কাঠামোতে সদর দপ্তরের বাইরে শুল্ক গোয়েন্দার ঢাকা ও চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের অধীন ১২ সার্কেল এবং অন্যান্য বিভাগীয় শহরে ২১ সার্কেলে কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ৩ হাজার ১৬৮ জনবল নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে।
বিদ্যমান লোকবলের বিষয়ে শুল্ক ও গোয়েন্দা সূত্রে জানা যায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাঠামোতে বর্তমানে মোট ৩৩৪ জন জনবল নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে বর্তমান জনবল মাত্র ১৮৪ জন। এর মধ্যে মাঠ পর্যায়ে কর্মরত আছেন সর্বসাকুল্যে ৬৪ জন। অথচ দেশের বিস্তৃত সীমান্ত ও বন্দর এলাকার তুলনায় এ জনবল কাঠামো একেবারেই অপ্রতুল। এ ছাড়া এ অধিদপ্তরের প্রধান হিসেবে মহাপরিচালকসহ আরো কয়েকটি পদের মর্যাদা বিন্যাসের ক্ষেত্রে বৈষম্য রয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান স্বাক্ষরিত প্রস্তাবনাটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বরাবর পাঠানো হয়েছে। যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
সূত্র: রাইজিংবিডি