পরীক্ষার আগেই ১৩তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন!!
আগামী ৬ ও ৭ মে ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ১৩ মে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষার বেশ কয়েকদিন আগেই ফেসবুকে ''১৩ তম - শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ও সাজেশন্স'' নামে একটি পেজ খোলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে। সম্প্রতি এমন একটি পেজ নজরে আসে নিয়োগবিজ্ঞপ্তি টিমের।
পেজটি ঘুরে দেখা যায়, সেখানে বিস্তারিত কিছু লেখা না থাকলেও অ্যাবাউট অংশে লেখা আছে, 'এখানে ১০০% অরিজিনাল প্রশ্ন ও উত্তরপত্র দেয়া হয়।' সাথে আছে একটি মোবাইল নম্বর-'০১৭৭৫৪১১৬৭৩'। পরীক্ষার আগে এধরনের পেজ খোলা অনেকটা সন্দেহের নজরেই দেখছেন অনেকে। প্রশ্ন ফাঁস চক্রান্তের সাথে জড়িতরা এধরনের কাজ করতে পারে বলেও ধারণা তাদের।
সম্প্রতি এটিইও নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠার পর থেকে এ বিষয়ে পরীক্ষার্থীদের দুশ্চিন্তা আরো বেড়েছে।
কোনো মহল ষড়যন্ত্র করে প্রশ্ন ফাঁস করার চেষ্টার সাথে জড়িত থাকলে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা এবং প্রশ্ন যেন কোনোভাবেই ফাঁস না হয় সেদিকে নজর দেয়ার জন্যও কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের অনেকে।
পেজের স্ক্রীনশট |