Header Ads

Header ADS

৭০৪ জন অফিসার নেবে কৃষি ব্যাংক

৭০৪জন অফিসার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৭ মে থেকে৭জুন পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা
স্নাতকবা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।যেকোনো ১টি পরীক্ষায় থাকতে হবে প্রথমবিভাগ কিংবা সমমানের গ্রেড পয়েন্ট। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের গ্রেড পয়েন্ট থাকা চলবেনা। এসএসসি এইচএসসির ফলের ক্ষেত্রে জিপিএ .০০বা তার বেশিপ্রথম বিভাগ, জিপিএ .০০থেকে দ্বিতীয় বিভাগ এবং তদূর্ধ্ব জিপিএ .০০থেকে বেশি এবং.০০ থেকেকম থাকলে ধরা হবেতৃতীয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের সিজিপিএর ক্ষেত্রে -এরমধ্যে .০০বা তার বেশিপ্রথম বিভাগ, .২৫-এর বেশিকিন্তু .০০এর কম দ্বিতীয় বিভাগ এবং .৬৫-এরবেশি কিন্তু .২৫এর কম তৃতীয়শ্রেণি ধরা হবে।লেভেল লেভেলের বেলায় লাগবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং বিদেশিবিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইস্যু করা সমমানসার্টিফিকেট। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম অনলাইনে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের(https://erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।কোনো ফি লাগবেনা। আবেদনের আগে একটিডিজিটাল ছবি অথবাস্ক্যান করা ছবিরাখুন। পাশাপাশি স্ক্যান করে রাখুনআপনার একটি সই।সব ধরনের তথ্য দেওয়ারপর সংযুক্ত করতে হবেছবি স্বাক্ষর। ৮০ কিলোবাইটের বেশি ছবিআপলোড করা যাবেনা, রেজুলেশন হতে হবে৬০০৬০০। স্বাক্ষরের বেলায় রেজুলেশন হতে হবে৩০০৮০, সর্বোচ্চ সাইজ হবে ৬০কিলোবাইট। তথ্য পূরণকরার পর দিতেহবে পাসওয়ার্ড। কোনো কোটারআওতাভুক্ত হলে ফরমেদেওয়া অপশনে ক্লিক করতে হবে।সফলভাবে আবেদন ফরম পূরণহলে দেওয়া হবে একটিট্র্যাকিং নম্বরযুক্ত ফরম। ফরমটিসংরক্ষণ করতে হবে।লিখিত পরীক্ষার সময় এটিরদরকার হবে।


বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-
Powered by Blogger.