১৪০০ পদে পার্ট টাইম চাকরি
আর কিছুদিন পরেই ঈদুল ফিতর। ঈদের সময় তৈরি পোশাক বিক্রয়ের দোকানগুলোতে বিক্রি যেমন বাড়ে, তেমনি পাল্লা দিয়ে বাড়ে ক্রেতাদের সমাগমও। ফলে এ সময় শুধু নিয়মিত লোকবল দিয়ে ক্রেতাদের বাড়তি ভিড় সামাল দেওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি সময়সাপেক্ষও। আর তাই ঈদের বেচাকেনা নির্বিঘ্ন করতে এবারের ঈদে রিটেইল চেইন শপ আড়ং তাদের বিভিন্ন আউটলেটে নিয়োগ দিচ্ছে প্রায় ১৪০০ খণ্ডকালীনবিক্রয়কর্মী। আড়ংয়ের এই আউটলেটগুলোতে খণ্ডকালীন বিক্রয়কর্মী হিসেবে যোগ দিতে পারবেন নারী-পুরুষ উভয়েই। তবে আবেদনের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন-প্রক্রিয়া, আবেদন করা যাবে আগামী ৫ জুন ২০১৬ পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
আড়ংয়ে খণ্ডকালীন বিক্রয়কর্মী হিসেবে আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। তবে এ ক্ষেত্রে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। খণ্ডকালীন বিক্রয়কর্মী হিসেবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি লাগবে বাড়তি কিছু যোগ্যতাও। এ ব্যাপারে আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মো. আবদুর রউফ বলেন, আড়ংয়ে খণ্ডকালীন কর্মী হিসেবে যোগ দিতে একজন আবেদনকারীকে তাঁর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি স্মার্ট, সুন্দর বাচনভঙ্গি, ধৈর্যশীল এবং ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপনের ক্ষেত্রেও দক্ষ হতে হবে।
প্রাথমিকভাবে আবেদনপত্র যাচাই-বাছাই শেষে সেখান থেকে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সেখানে মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের এক দিনের একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের খণ্ডকালীন কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুবিধা