Header Ads

Header ADS

লক্ষ্য যখন বিসিএস

বিসিএস ডেস্ক।।

ছোটবেলায় কাউকে তার জীবনের লক্ষ্য সম্পর্কে যদি জানতে চাওয়া হয়- সহজেই উত্তর দিয়ে বসে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবো। পড়াশোনা এগুতে থাকে। একটা সময়ে কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে। 

ঠিক তখনই পাল্টে যায় বেশিরভাগ শিক্ষার্থীর লক্ষ্য। এবারে নতুন স্বপ্ন- বিসিএস ক্যাডার হবো 

শুরু হয় জোর প্রস্তুতি। যারা মেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, তাদের অনেকেরও লক্ষ্য হয়ে দাড়ায়, পাস করে বেরিয়ে বিসিএস দেয়ার।  



সমস্যাটা সেখানেই শুরু। অনেকেই জানেন না কিভাবে বিসিএসের পড়াশোনা শুরু করতে হয়। কোন বই পড়তে হবে, কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে ইত্যাদি নিয়ে ভোগেন দ্বিধাদন্দ্বে। তাদের জন্যই নিয়োগবিজ্ঞপ্তি.কম শুরু করতে যাচ্ছে নতুন যাত্রা- "লক্ষ্য যখন বিসিএস" 

নিয়মিত প্রকাশিত হবে বিসিএস প্রস্তুতির নানা টিপস, বইয়ের তালিকা, পিডিএফ বই, প্রস্তুতি সহায়ক দরকারি তথ্য, সাম্প্রতিক দরকারি তথ্য, কারেন্ট অ্যাফেয়ার্স, সম্পাদকীয়, মডেল টেস্ট। পরামর্শ দেবেন বিগত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা।

বিসিএস সোনার হরিণ। আর এই সোনার হরিণকে কিভাবে নিজের করে নিবেন সে দায়িত্ব আপনার। আমরা থাকবো আপনার পাশে সহায়ক হয়ে। আপনিও থাকুন আমাদের সাথে।  





Powered by Blogger.